Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প
বিস্তারিত
  • বাংলাদেশে কিশোর-কিশোরীর সংখ্যা মোট জনসংখ্যার শতকরা ২৩ ভাগ যার সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ। কিশোর-কিশোরীদের মধ্যে বাল্যবিবাহ, গর্ভধারণ, পুষ্টির অভাব, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, যৌন সংক্রামক ব্যাধি এবং এইচআইভি / এইডস, আঘাত পাওয়ার প্রবণতা, তামাক, মদ ও অনান্য মাদক, বিভিন্ন রকম মানসিক যন্ত্রণাদায়ক ব্যাধি কিশোর-কিশোরীদের জন্য এক উদ্বেগজন ভয়াবহ চিত্র।
  • বাংলাদেশ সরকার UNICEF-এর সহায়তায় অনেক ধরনের কার্যক্রম এবং প্রকল্প চালাতে সহায়তা করছে। বাংলাদেশের কিশোর-কিশোরীদের জন্য ২০১২ সাল থেকে UNICEF, শিশু নিরাপত্তা বিভাগ এবং বৃহৎ প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে চালু করেছে যার নাম (EECR) Enabling Environment for Child Rights.
  • এই EECRর প্রকল্পের (২০১২-২০১৬) মাধ্যমে CP (Child Protection) বিভাগ সারা বাংলাদেশে ১২০,০০০ জন কিশোর-কিশোরীকে সহায়তার লক্ষে ৩,০০০টির অধিক কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করে যা দেশের বৃহৎ এনজিও সংস্থা PCA এর সহায়তায় পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে কিশোর-কিশোরী (Change of agent) নামে আখ্যায়িত হয়েছে।
  • EECR প্রকল্প এবং PCA প্রকল্পের সমাপ্তি ঘটে ২০১৭ সালের জুন মাসে। অতঃপর, UNICEF আরও একটি নতুন প্রকল্প চালু করে যার নাম  "Accelerating Protection of Children" (জুলাই ২০১৭ -জুন ২০২০)।
  • অপর দিকে UNICEF এর গবেষণা ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে কিশোর-কিশোরীদের সহায়তা এবং তাদের উন্নতির লক্ষে আরো ৫,৩০০টিরও বেশি ক্লাব পরিচালনার বাজেট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে ২০১৭ সালে বরাদ্দ দিয়েছে।
  • APC প্রকল্পের মাধ্যমে UNICEF, CP বিভাগ ২৮০,০০০ জন (প্রতি ক্লাবে ৪০ জন) কিশোর-কিশোরীকে সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করতে সম্মত হয়েছে।
প্রকল্প শুরু
26/06/2019
শেষের তারিখ
31/01/2024
প্রকল্পের ধরণ
অন্যান্য
label.Details.title
  • বাংলাদেশে কিশোর-কিশোরীর সংখ্যা মোট জনসংখ্যার শতকরা ২৩ ভাগ যার সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ। কিশোর-কিশোরীদের মধ্যে বাল্যবিবাহ, গর্ভধারণ, পুষ্টির অভাব, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, যৌন সংক্রামক ব্যাধি এবং এইচআইভি / এইডস, আঘাত পাওয়ার প্রবণতা, তামাক, মদ ও অনান্য মাদক, বিভিন্ন রকম মানসিক যন্ত্রণাদায়ক ব্যাধি কিশোর-কিশোরীদের জন্য এক উদ্বেগজন ভয়াবহ চিত্র।
  • বাংলাদেশ সরকার UNICEF-এর সহায়তায় অনেক ধরনের কার্যক্রম এবং প্রকল্প চালাতে সহায়তা করছে। বাংলাদেশের কিশোর-কিশোরীদের জন্য ২০১২ সাল থেকে UNICEF, শিশু নিরাপত্তা বিভাগ এবং বৃহৎ প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে চালু করেছে যার নাম (EECR) Enabling Environment for Child Rights.
  • এই EECRর প্রকল্পের (২০১২-২০১৬) মাধ্যমে CP (Child Protection) বিভাগ সারা বাংলাদেশে ১২০,০০০ জন কিশোর-কিশোরীকে সহায়তার লক্ষে ৩,০০০টির অধিক কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করে যা দেশের বৃহৎ এনজিও সংস্থা PCA এর সহায়তায় পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে কিশোর-কিশোরী (Change of agent) নামে আখ্যায়িত হয়েছে।
  • EECR প্রকল্প এবং PCA প্রকল্পের সমাপ্তি ঘটে ২০১৭ সালের জুন মাসে। অতঃপর, UNICEF আরও একটি নতুন প্রকল্প চালু করে যার নাম  "Accelerating Protection of Children" (জুলাই ২০১৭ -জুন ২০২০)।
  • অপর দিকে UNICEF এর গবেষণা ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে কিশোর-কিশোরীদের সহায়তা এবং তাদের উন্নতির লক্ষে আরো ৫,৩০০টিরও বেশি ক্লাব পরিচালনার বাজেট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে ২০১৭ সালে বরাদ্দ দিয়েছে।
  • APC প্রকল্পের মাধ্যমে UNICEF, CP বিভাগ ২৮০,০০০ জন (প্রতি ক্লাবে ৪০ জন) কিশোর-কিশোরীকে সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করতে সম্মত হয়েছে।
কাজের বর্ননা

কিশোর কিশোরী দের মদ্যে জেন্ডার বৈষম্য দূর করা , বাল্য বিবাহ বন্দ করা, নারী নির্যাতন বন্ধ করা । সংগীত . আবৃত্তি ও  কেরাতে প্রশিক্ষণ শিক্ষা দেওয়া

ডাউনলোড